যশোরের সরকারি এম এম কলেজের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী গৃহবধু মেরিনা পারভীন এর খুনী স্বামী আনিচুর রহমান সাগর রিপন কে অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকালে গড়ভাঙ্গা বাজারে এলাকাবাসীর পক্ষ থেকে ওই মানববন্ধন পালন করা হয়।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,নাসিম উদ্দিন, সাবেক মেম্বার কবরী বেগম, রবিউল ইসলাম, আব্দুল জলিল, জাহাঙ্গীর হোসেন, মোসলেম উদ্দিন, নূরুল ইসলাম, সনৎ বসু হরি, কামরুজ্জামান প্রমূখ।
মানববন্ধনে এলাকার শত-শত মানুষ অংশগ্রহণ করেন এবং মেরিনার খুনী স্বামীকে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, ২ বছর আগে রামচন্দ্রপুর গ্রামের মোস্তফা দপ্তরীর ছেলে মোঃ রিপন সাথে গড়ভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে মেরিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য মেরিনার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল স্বামী রিপন ও তার পরিবারের লোকজন। তারই জের ধরে গত ৩ মে (মঙ্গলবার) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে স্বামী রিপন হোসেন উত্তেজিত হয়ে স্ত্রীকে বেধড়ক মারপিট ও পেটে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরি মেরে রক্তাক্ত জখম করে।
এলাকাবাসী আহত মেরিনাকে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেরিনার অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার (১৫ মে) দুপুরে মারা যান তিনি। এ ঘটনার পর থেকে স্বামী আনিসুর রহমান ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।