শেখ মোস্তফা কামাল, কেশবপুর, যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে অনিয়ম করে পতাকা অবমাননা করার অপরাধে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৭দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২১ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ওই কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে, কেশবপুর পৌর শহরের হাসপাতাল রোডে মেসার্স ইসলাম ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানে বাথরুমের পাইপে জাতীয় পতাকা উত্তোলন করে পতাকা অবমাননা করছে এমন একটি অপরাধের খবর জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা নিশ্চিত করে ওই প্রতিষ্ঠানের মালিককে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান বলেন, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উঠানোর নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠানের বাথরুমের পাইপে জাতীয় পতাকা উত্তোলন করে পতাকা অবমাননা করায় ওই প্রতিষ্ঠান মালিককে ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাতীয় পতাকা অবমাননা কোন ভাবেই বরদাস্ত করা হবে না।