শেখ মোস্তফা কামাল,কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত কেশবপুর উপজেলা কমিটির আয়োজনে সোমবার (২৪ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ পরিমল চন্দ্র পাল, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমূখ।

উল্লেখ্য, কেশবপুর উপজেলায় প্রতিবছর ৩৬’হাজার ৭’শত ৮২ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। যার মধ্যে এ উপজেলায় ৬’হাজার ৯.৩২ মেট্রিক টন মাছের চাহিদা মিটিয়ে ৩০’হাজার ৭৭২.৬৮ মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ দাশ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি আরশাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, সাংবাদিক কামরুজ্জামান রাজু, তহমিনা খাতুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং কেশবপুর উপজেলার বিভিন্ন মৎস্য ঘের মালিকগণ।