মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরের নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম ফারুক হুসাইন জনসেবা, দেশ ও সমাজ গঠনে অগ্রনী ভুমিকা পালনে বিশেষ অবদানের জন্য ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পদক-২০২৪’ লাভ করেছেন। বাংলাদেশ কালচারাল সোসাইটি ও নেলসন ম্যান্ডেলা রিসার্চ কাউন্সিল অব বাংলাদেশ-এর উদ্যোগে তাঁকে এ পদকসহ একটি সনদপত্র প্রদান করা হয়েছে।
রোববার ঢাকায় নেলসন ম্যান্ডেলা পদক প্রদান উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা শেষে তাকে এ পদক প্রদান করা হয়।
বাংলাদেশ কালচারাল সোসাইটি এর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী-এ সম্মাননা পদক ও সনদপত্র তার হাতে তুলে দেন।
এদিকে পদক ও সনদপত্র হাতে পেয়ে ইউপি চেয়ারম্যান এম,এম ফারুক হুসাইন প্রতিক্রিয়ায় নেলসন ম্যান্ডেলার প্রতি গভীর শ্রদ্ধা এবং তার নামানুসারে প্রতিষ্ঠিত রিসার্চ কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তিনি আমৃত্যু পযর্ন্ত দেশ ও সমাজ গঠনে দৃঢ়চিত্ত থাকার সংকল্প ব্যক্ত করেন। এ ব্যাপারে ইউনিয়নবাসির সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।