আজম খান, বাঘারপাড়া (যশোর) : বাঘারপাড়ার কৃতি সন্তান সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় বাঘারপাড়া উপজেলা মৎস্যজীবীলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা সদরের সাখাওয়াৎ হোসেন বিশ্বাস স্মৃতি মার্কেটের অফিস কক্ষে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সম্মানিত উপদেষ্টা সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলাইমান হোসেন বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যশোর জেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব সেলিম রেজা বাদশা, উপজেলা যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব, উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক এনায়েত হোসেন লিটন, পৌর মৎস্যজীবীলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা সোয়াইব আহম্মেদ প্রমুখ।
প্রসঙ্গত মিজানুর রহমান বাঘারপাড়ার পশ্চিমা গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে।
তিনি ২২ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে বাংলাদেশ পুলিশ প্রশাসনে যোগদান করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।