বাঘারপাড়া (যশোর) থেকে আজম খানঃ বাঘারপাড়ায় পানিতে ডুবে প্রতিবন্ধি যুবকের মৃত্যু।

বুধবার (২৫ মে) দুপুরে বাঘারপাড়া উপজেলার মহিরণ (দক্ষিণ পাড়া) গ্রামের স্বামী পরিত্যক্ত পারভিন বেগমের ছেলে লিমন হাসান লাদেন(২০) আশ্রাফ মোল্যার পুখুরে গোসল করতে পুখুরে নেমে আর উঠতে পারেনি। লিমন হাসান জন্মগতভাবে মৃগীরোগী বলে জানা গেছে। তার পিতা রফিক হোসেন একই উপজেলার খলশী গ্রামের বাসিন্দা।

বেলা ২টার দিকে নিহতের ভাইজী সুমাইয়া খাতুন(২০) লাদেন কে পুকুরের পানিতে নামতে দেখে। এবং ডুব দিতেও দেখে এর মধ্যে অনেক সময় পার হয়ে গেলে লাদেন কে উঠতে না দেখে পাশের একজন কে বলে সে কিছুই কর্ণপাত না কর চলে যায়,পরে সুমাইয়া খাতুন চিৎকার দিয়ে পুকুরের পানিতে নামিয়া খোজাখুজির এক পর্যায়ে উক্ত লাদেন কে পুকুরের পানির মধ্যে পাইয়া উপস্থিত লোকজনের সহায়তায় উপরে উঠাইয়া স্থানীয়দের সহযোগীয়তায় বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার চিন্ময় মিত্র পরিক্ষা করে মৃত্যু বলে ঘোষনা করেন।

এঘটনায় বাঘারপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।