বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় পারস্পরিক শিখন কর্মসূচির (এইচএলপি) এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রেকিং দ্য লাইসেন্স, হেলভেটস, সুশীলন ও ওয়াটার এইড এবং এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও পরিষদের সচিবগন অংশগ্রহন করেন।
স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক হুসাইন শওকত প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার সৈয়দা তামান্না হোরায়রা, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুর রউফ , যশোর আর্সেনিক নেটওয়ার্কের ম্যানেজার তরুন কুমার হোড়, প্রজেক্ট অ্যাসোসিয়েট ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি শায়লা সোলায়মান, এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের রিজিওনাল ম্যানেজার রেজাউল করিম রাজু প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ ভিত্তিক ভালো কাজ চিহ্নিত করণ সম্পর্কে আালোচনা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।