বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ উপলক্ষে ৩০ টি স্টলের প্রদর্শনী বসানো হয়।

প্রদর্শনী শেষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা পলাশ বালা, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিমুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিক, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শিমুল হোসেন প্রমুখ। সভা শেষে ৪টি ক্যাটাগরিতে ১৫ জনকে চেক ও সনদ প্রদান করা হয়।