সীমান্ত এলাকা যশোরের শার্শা উপজেলার বেনাপোল থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ দুই জন মাদকব্যাবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
মঙ্গলবার( ৮ ফেব্রুয়ারি)সকাল ৭.৪৫ মিনিটের  দিকে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রাম থেকে মাদকদ্রব্য সহ আসামি দের আটক করে।
বেনাপোল পোর্টথানার  অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন ভূঁইয়া এতথ্য নিশ্চিত করেছেন।
এসআই(নিঃ) মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামস্থ মোঃ মোঃ মজনুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী ১।মোঃ মনিরুজ্জামান(৪৮)২। মোঃ আঃ সালাম(৩৬),উভয় সাং-খড়িডাঙ্গা,থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।