আজম খান, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার মহিরণ দরবার শরিফ পরিদর্শন করলেন যশোর ৪-আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, দরাজহাট ইউনিয়ন পরিষেদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, উপদেষ্টা আনায়ারুল কবির নান্টু, সহ বাঘারপাড়া প্রেসক্লাবের সাংবাদিক ও যশারের সাংবাদিকবৃদ ।
বহস্পতিবার দুপুরে দরবার শরিফের বর্তমান পীর মাওলানা মহিবুল্লাহ সাহেবের আমন্ত্রনে অতিথিরা মধ্যাহ্ন ভোজে অংশ নন ।
এসময় এমপি রণজিৎ রায় দরবার শরিফ পরিদর্শন করেন ও এতিম ছাত্রদের খোজ-খবর নেন এবং দরবার শরিফের অবকাঠামাগত উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেন। এছাড়া ভবিষ্যতে সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।
দরবার শরিফের পীর মাও: মহিবুল্যাহ জানান, মহিরণ দরবার শরিফের এটি একটি ধারাবাহিক নিয়ম, প্রতি বছরই উপজেলা প্রশাসন সহ দায়িত্ব প্রাপ্ত জনসেবক ও বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সম্মানার্থে এ আয়োজন করা হয়ে থাকে। এটি মূলত তারই অংশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।