কলমকথা ডেস্ক:
যশোর জেলার মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের দত্তকোনা গ্রামে দিনে দুপুরে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়েছে।
জানা যায়, ২৫ শে মার্চ ২০২২ ইং তারিখে উপজেলার দত্তকোনা গ্রামের মো: বাবলুর রহমান পিতা লুৎফর রহমান সরদার নিজের ব্যাবহৃত পালসার মোটরসাইকেলটি নিয়ে জুম্মার নামাজ আদায় করতে যায়। তড়িঘড়ি করে মোটরসাইকেল এ কোনো প্রকার লক বা তালা না দিয়েই শুধু গাড়ির চাবি নিয়েই জুম্মার নামাজের জামাতে যোগদান করেন।নামাজ শেষে বেরিয়েই দেখেন তার গাড়িটি সেখানে নেই।অনেক খুজা-খুঁজি করার পরে সবাই ধারণা করেন গাড়ির মেইন সুইচ অটো করে কে বা কারা গাড়িটি নিয়ে পালিয়ে যায়।
বাবলুর রহমান জানান আমি একটি ওষুধ কোম্পানিতে (স্কয়ার ফার্মাসিউটিক্যালস) কাজ করে অনেক কষ্টে কিস্তিতে ওই গাড়িটি ক্রয় করে ছিলাম,আজও আমি নামাজ শেষে আমার কিস্তির টাকা দিতে যাওয়ার উদ্দেশেই বাড়ি থেকে বের হয়েছিলাম। কিন্তু পথিমধ্যেই এইরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে আমি নিজেই বুঝতে পারিনি।হারানো গাড়িটি ফিরে পাবার জন্য আইনি সহায়তা সহ সকলের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।