যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ঠাণ্ডু বিশ্বাস (৪৫) খুন হয়েছেন।

এ সময় জখম হন আরও চারজন। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে স্থানীয় পাতিবিলা বটতলা বাজারে নৃশংস এ খুনের ঘটনা ঘটে। আধিপত্য নিয়ে বিরোধের জেরে খুনটি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল জানান, ঠাণ্ডুসহ কয়েকজন বটতলার একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় ১০-১৫ জনের দুর্বৃত্ত দল সেখানে হামলা চালিয়ে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পর রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক ঠাণ্ডুকে মৃত ঘোষণা করেন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাণ্ডুর সঙ্গী আহত মোমিন ও হামিদ জানান, হামলাকারী কয়েকজনের মুখবাঁধা ছিল। দুর্বৃত্তরা তাদেরকে কুপিয়ে রক্তাক্ত করা ছাড়াও দুইটি মোটরসাইকেলে ভাংচুর চালায়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে খুনের ঘটনাটি ঘটতে পারে। পুলিশ জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে।