স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া(যশোর) : ২৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরে জনসভা সফল করতে মঙ্গলবার বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকালে মহিলা কলেজ মার্কেটে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী ।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি: বিপুল ফারাজি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আবু বক্কর শিকদার , সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, ডা: নিকুঞ্জ বিহারী গোলদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক, ত্রান ও দূযোর্গ বিষয়ক সম্পাদক ইউনুস শেখ, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ মিল্টন ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন , যুবলীগ নেতা রিয়াদ হোসেন, ইউপি সদস্য ফিরোজ হোসেন, দিপংকর বিশ্বাস, আকবর আলী, জাহিদুল ইসলাম পলাশ, শের আলী, সুজিত বিশ্বাস ও ছবির হোসেন প্রমুখ।