যশোর প্রতিনিধি: যশোরে অজ্ঞাত এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার রাতে যশোর শহরের পৌর পার্কে পড়ে থাকতে দেখেন ।

স্থানীয়রা পুলিশে খবর দিলে,পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। ওই নারী দীর্ঘদিন শহরের পৌর পার্কের ওভারব্রিজে বসবাস করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এবিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শফিকুল আলম জানিয়েছেন, তার পরিচয় সনাক্তের জন্য পুলিশ কাজ করছে। পরিচয় সনাক্তের পর মরাদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মরাদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।