যশোরের শার্শায় নিজস্ব অর্থায়নে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: মেজর আরিফুল ইসলাম।

রবিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার উলাশী ইউনিয়নরে লাউতাড়া গ্রামে এই চিকিৎসা প্রদান করা হয়। এসময় উলাশী ইউনিয়নের প্রায় ৪শত জন মানুষের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন: যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আলামিন হোসাইন, আরিফুজ্জামান আলিফ, সাদ্দাম হোসেন,লিটন হোসেন, মোঃ জাহাঙ্গীর কবির জনি।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠানে রোগীদের সার্বিক পরামর্শ সহ মোট ৪শজন রুগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।