যশোর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডঃ মুজিবুর রহমান (মনিরামপুর) গত ১৭/০২/২২ দুপুর ১টায় বকচর মুড়লি রোডে মটর সাইকেল দুর্ঘটনায় আহত হন এবং তার সফর সঙ্গী আইনজীবী সহকারী আলমগীর হোসেন ঘটনাস্থলে নিহত হন।

অ্যাড. বশির আহম্মেদ জানান, দুর্ঘটনায় আহত ও নিহতের ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত, নিহত সহকারী আইনজীবী আলমগীর হোসেনের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত অ্যাড. মুজিবুর রহমানের চিকিৎসার খোঁজ-খবর নিতে ১৮/০২/২২ মণিরামপুর রোকেয়া ক্লিনিকে যান-যশোর আইনজীবি সমিতির সহকারী সম্পাদক অ্যাড. বশির আহম্মেদ খান।

এসময় আহত বিজ্ঞ সিনিয়র আইনজীবীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।