কেশবপুর উপজেলার কাকিলাখালী গ্রামের অবহেলিত জনগোষ্ঠী ও জনপদের উন্নয়ন করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) বিকালে ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাকিলাখালী মন্দির প্রাঙ্গণে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাসানপুর ইউনিয়নের ৫নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কল্লোল দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ। উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বারর আলী অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই আগত সকলকে রজনীগন্ধা ও গোলাপ ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং মা-বোনদের লটারীর মাধ্যমে বিজয়ীদের মাঝে চেয়ারম্যান এর ব্যক্তিগত তহবিল থেকে পুরস্কার বিতরণ করা হয়।
উঠান বৈঠকে কাকিলাখালী ওয়ার্ডের বাসিন্দারা গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাঁকাকরণ এবং ৩টি মন্দিরের উন্নয়নের কথা তুলে ধরেন। পরবর্তীতে জনসাধারণ কাকিলাখালী শ্মশানের রাস্তাটি সর্বপ্রথম সংস্কারের জন্য জোরালো দাবি জানান। ওই সময় শ্মশানের রাস্তাটি খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে এবং পর্যায়ক্রমে এলাকায় ধারাবাহিক উন্নয়ন করা হবে বলে চেয়ারম্যান এলাকাবাসীর মাঝে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক ইনামুল হাসান নাঈম, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক ও ৪নং ওয়ার্ডের সভাপতি মাজিদুর রহমান, ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কনক বিহারি দাশ,
হাসানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক সাদ্দাম হোসেন, হাসানপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোক্তাদুর রহমান শিবলু, যুগ্ন-আহবায়ক মাসুদ রায়হান, হাসানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বুলবুল হোসেন, ইউপি সদস্য মাষ্টার কামরুজ্জামান, সংরক্ষিত ইউপি সদস্য জাহানারা খাতুন, সংরক্ষিত ইউপি সদস্য রুবিয়া খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।