কেশবপুর উপজেলার ৮ নং সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কলাগাছি পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ মাস্টার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা শাহীন চাকলাদার.এমপি।
সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনির সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হুসাইন মোহাম্মদ ইসলাম।
অনান্যেদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক রেজওয়ান হোসেন লিটন, সুফলাকাটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেতা শাপলা খাতুন, সুফলাকাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক আলী হাসান মিন্টু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান আলামীন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ন-আহবায়ক আবু সাঈদ লাভলু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল,
গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুজ্জামান তৌহিদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম কবির হোসেন সহ প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।