জিএম টিপু সুলতান মনিরামপুর প্রতিনিধি: গতকাল বেলা ৩ টায় ভবদহ ২১ ভেন্ট সুইচ গেটের পাশে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অভিশপ্ত ভবদহের করাল গ্রাস থেকে বাঁচতে ভবদহের ৯৬ এলাকার বিল খাল থেকে পানি সরানোর জন্য স্থানীয় চেয়ারম্যান / গন্যমান্য ব্যাক্তি ও সুধীজনদের নিয়ে গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টচার্য ( এম পি) মহোদয়ের সুযোগ্য পুত্র শুভ ভট্টাচার্য এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

শুভ ভট্টাচার্য উপস্থিত সকলের সহিত মতবিনিময় শেষে টেকারঘাট রাজবংশীপাড়া থেকে কপালিয়া ব্রীজ পর্যন্ত নদী পরিদর্শন করেন এবং সুইচ গেট সংস্কার , নদী ড্রেজিং এর সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন,৩ নং চলিশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানা আঃ মান্নান, সাবেক চেয়ারম্যান নাদির হোসেন,৪ নং পায়রা ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত,

সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল, ১৫ নং কুলটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখর চন্দ্র রায়। আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শরিফুর জ্জামান রিপন পৌর যুবলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি,

, নওয়াপাড়া হ্যান্ডলিং ইউনিয় সভাপতি ফাল্গুন মন্ডল, আব্দুর রউপ মোল্যা,মদন মোহন চক্রবর্তী, আমিনুর রহমান মোড়ল, রুহুল আমীন গাজী , হরীচাঁদ মল্লিক প্রমুখ। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ভবদহ পানি কমিটির সভাপতি আল্হাজ্ব এ্যাড কামরুজ্জামান।