যশোর প্রতিনিধি: যশোরে গবাদিপশুর পুষ্টি বিষয়ক সেমিনার ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ রাশেদুল হক,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবি’র অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জিনোম সেন্টারের ডীন ডক্টর ইকবাল কবীর জাহিদ।
এক্সট্রা পোল্ট্রি এন্ড ফিস ফিডের স্বত্তাধিকারি মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শফিউল আলম পাভেল,প্রেসক্লাব যশোরের সভাপতি দৈনিক যশোরের প্রকাশক সম্পাদক জাহিদ হাসান টুকুন,ডেইরি ফারমার্স এসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন। বেলা ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানে অর্ধশতাধিক খামারিয়া উপস্থিত ছিলেন।
এসময় জেলার খামারিরা তাদের সুবিধা অসুবিধা ও গবাদিপশুর খাবার নিয়ে কথা বলেন। এক্সট্রা পোল্ট্রি এন্ড ফিস ফিড ও মেঘডুবি এগ্রিকেয়ার লিমিটেডের সহাযোগীতায় এ সেমিনারে এক্সট্রা পোল্ট্রি এন্ড ফিস ফিড নামক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন মেঘডুবি এগ্রিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী শাহীন। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।