২০ অক্টোবর বৃহস্পতিবার তারিখে ট্রেন দূূর্ঘটনায় গুরুতর আহত হওয়া রাফিদাকে সেদিন বিকালেই ঢাকা মেডিকেলে রেফার করা হলে,সেখানে তার অবস্থার আরো অবনতি দেখা দেয় এবং ঢাকা মেডিকেল তাকে ফিরিয়ে দিলে বেসরকারি একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণ অর্থাৎ ICU তে ৭২ ঘন্টার জন্য রাখা হয়েছে। কিন্তু ICU এর উচ্চবিলাশী মূল্য জমিজমা বিক্রি করে হলেও পরিশোধ করার সামর্থ্য রাফিদার পরিবারের নাই,তারা বর্তমানে প্রায় নিঃস্ব।

এমন অবস্থায় যশোর জেলার বেনাপোলের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী কর্তৃক পরিচালিত যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যবৃন্দরা তার জন্য অনলাইন ও কিছু জায়গায় থেকে টাকা কালেকশন করে।

শুক্রবার সকাল আনুমানিক নয় ঘটিকার সময় রাফিদা’র বাবার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন সংগঠনের সদস্যবৃন্দরা। এই সময় উপস্থিত ছিলেন, যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান সুমন,বোর্ড মেম্বার সাগর হোসেন,সু যোগ্য সভাপতি আকাশ হোসেন সাগর, সাধারণ সম্পাদক রায়হান খোকা, সহ দপ্তর সম্পাদক ইমন হোসেন তুষার, প্রচার সম্পাদক মোহাম্মদ নাজমুল, সহ প্রচার সম্পাদক জুবায়েদ হাসান প্রান্ত কার্যকরী সদস্য শিহাব, সদস্য রাকিব হোসেন , আলামিন হোসেন, রাকিবুজ্জামান রাকিব, আরো অনন্য সদস্য বৃন্দ ।

সংগঠনের পরিচালক আব্দুর রহমান সুমন জানান এভাবেই এগিয়ে যাবে মানবতার সেবায় নিয়জিত সবার প্রিয় সংগঠন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন। সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন যারা আর্থিক ও সময় দিয়ে সহযোগীতা করেছেন।

সর্বশেষ ছোট্ট রাফিদা’র জন্য সর্বত্র জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন তিনি।