আজম খাঁন, বাঘারপাড়া(যশোর) : যশোরের বাঘারপাড়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ১০ টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাঘারপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় বুধবার সকালে উপজেলা পরিষদের হল রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আ ন ম আবুজর গিফারী । বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ , মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস , সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী ।
কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। মুক্ত আলোচনায় অংশ নেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাগন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। কর্মশালায় ১০টি উদ্যোগের বাস্তবায়ন চ্যালেঞ্জ, সমস্যা ও সমাধানে প্রতিটি বিষয়ে নিধার্রিত অংশীজন লিখিত মতামত দেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা এটি এম মাসুদ হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।