নিজস্ব প্রতিনিধি: খুলনা বিভাগের বড় একটি সামাজিক কার্যক্রমের পরিবার এফএসডিও ,তারা কখনো কোন দল,ধর্ম,জেলা দেখে মানুষ কে সহযোগিতা করেন না যেখানে অসহায়ের আর্তনাদ যেখানেই তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবার চেষ্টা করেন ৷
সংগঠন টি যশোর জেলার মনিরামপুর থেকে সৃষ্টি হলে ও তারা মানুষের প্রয়োজনে দেশব্যাপি সহযোগিতার হাত বাড়ান, রক্তদান সহ সমাজসেবামূলক সব ধরনের কাজ সংগঠনটি করে থাকেন তবে বছরের প্রতিটা দিন তারা রক্তদান করেই চলেছেন বর্তমানে সংগঠনটি রক্তদানের পরিমান ৮৯৮৫ ব্যাগ ৷
এফএসডিও পরিবার সিলেট বন্যা কবলিত মানুষের সহযোগিতা অনেক আগেই শেষ করেছেন তারা এবার কুড়িগ্রাম বাসীর সহযোগিতা করতে প্রস্তুতি গ্রহণ করেছেন কুড়িগ্রাম বাসীকে সহযোগিতার হাত বাড়াতে সংস্থার সদস্যরা রাস্তায় নেমে বিভিন্ন শ্রেনীর মানুষের কাছ থেকে ভিক্ষা করছে,
তাদের ধারনা অসহায়দের জন্য ভিক্ষা করাও একটি মহৎ কাজ সব কিছু ঠিক থাকলে সামনের মঙ্গলবার রাতে সংগঠনটির সভাপতি দেব বিশ্বাসের নেত্রীত্বে একদল স্বেচ্ছাসেবী কুড়িগ্রামের পথে রওনা দিবেন ৷ দেব বিশ্বাস মিশন সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন ৷
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।