মোঃ আমিনুল ইসলাম জুয়েল,নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সার বিক্রিতে অনিয়ম ঠেকাতে মনিটরিং জোরদার করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আদনান বাবু।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে সার ডিলারদের সাথে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির জরুরী সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আদনান বাবু বলেন, উপজেলায় সারের কোনো সঙ্কট নেই। সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে হবে। বিক্রয়মূল্য প্রদর্শন করতে হবে। বিক্রয়ের রশিদ প্রদান করতে হবে। এই উপলক্ষে উপজেলা জুড়ে মনিটরিং জোরদার করা হয়েছে। অনিয়ম পেলে তাৎক্ষনিক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে জরুরী সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, সার ডিলার মোখলেছার রহমান, মুকুল হোসেন, একরাম হোসেন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার নজরুল ইসলাম, উপ-সহকারি কৃষি অফিসার জাকিরুল ইসলাম, সোহেল রানা, শাহাদত হোসেন, সুজন কুমার প্রমুখ।