
মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঈশ্বরগঞ্জে ৪৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ ঘর।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অনুষ্ঠানে লিখিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, আগামী ২৬ এপ্রিল বেলা ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর এবং ময়মনসিংহ জেলায় ৫৫৩টি গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এরই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রয়ণ প্রকল্প ৩য় পর্যায়ে ৪৬টি পরিবারের নিকট ঘর হস্তান্তর করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার প্রকৌশলী তৌহিদ আহমেদ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।