

জামালপুরের মেলান্দহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ জুলাই) সকাল ১১টা মির্জা আজম অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা প্রশাশনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ সেলিম মিঞা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, অফিসার ইনচার্জ, মেলান্দহ থানা এম এম ময়নুল ইসলাম,, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ডাঃ ইউনুস আলী , এইসময় আরো উপস্থিত ছিলেন – জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগন , উপজেলা আইন শৃংখলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
এলাকায় গরু চুরি , বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকায় মাদক ও জুয়া মুক্ত করা সম্ভব মর্মে অভিমত ব্যক্ত করেন ও বিদ্যুৎ ব্যবহারে সকলকেই সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রদান করেন এবং কোন গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ করেন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।