

দিনাজপুরের খানসামা উপজেলার উত্তর সহজপুর কবরস্থান হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২ ঘটিকা অত্র প্রতিষ্ঠান মাঠে নারিকেল চারা লাগিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার।
এর পরে বিশেষ অতিথি হিসেবে গাছের চারা রোপণ করেন অত্র মাদ্রাসার সভাপতি ও খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন। প্রেসক্লাব সহ-সভাপতি তফিজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ এলাকাবাসী।
উল্লেখ্য,এই বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে চার শতাধিক গাছের চারা রোপন করা হবে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।