মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জ্বালানী তেলের মজুদ না থাকার অজুহাতে বিক্রি বন্ধ করে দিয়েছে ফিলিং স্টেশনগুলো।
(৮মে) সকালে ডোমার উপজেলায় অবস্থানরত ৪টি ফিলিং স্টেশনের মধ্যে ৩টিতে দেখা যায়, অকটেন, পেট্রোল ও ডিজেল না থাকার অজুহাতে তেল প্রদান মেশিনগুলো কালো কাপড়ে ঢেকে তেল নেই লেখা সংকবলিত সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন ফিলিংস্টেশন কতৃপক্ষ।
খানাবাড়ীর ম্যাক্স প্রেট্রোলিয়ামের ম্যানাজার উজ্জ্বল হোসেন ও হংসরাজ এলাকার নন্দিতা ফিলিং স্টেশনের ম্যানাজার সুকুমার চন্দ্র রায় জানান, পার্বতীপুর ডিপো থেকে আমাদের তেল চাহিদামত সরবরাহ করছে না। ফলে আমরা তেল বিক্রি করতে পারছি না। এছাড়ার আমেনা ফিলিং স্টেশনেও তেল নেই বলে জানানো হয়।
তবে ডোমার ফিলিং স্টেশনে তেল বিক্রি করা হলেও, মজুদ কম থাকায় গ্রাহকদের অল্প করে তেল ক্রয় করার অনুরোধ করছেন তারা।
এ বিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম সাংবাদিকদের জানান, তেল কেন বিক্রি করছে না ফিলিং স্টেশনগুলো তা জানি না। কেউ আমাকে বলেনি, আপনার কাছেই প্রথম শুনলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।