গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামের ইকরা ক্কাওমীর মডেল মাদ্রাসায় সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্য হয়েছে।
তারা হলেন, মোঃ রাসেদুল ইসলাম (৩৫) সে নওগাঁ জেলার পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের বাসিন্দা অপর জন মোঃ জোবায়ের হোসেন (২৮) সে রাজশাহী জেলার বাগমারা উপজেলার বিষুপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
সোমবার (৭ আগষ্ট) দ্বিবাগত রাত ২ঃ৩০ মিনিটের দিকে মাদ্রাসায় একটি কক্ষে পাশাপাশি ঘুমিয়ে থাকা অবস্থায় দুই শিক্ষকে বিষাক্ত সাপে কামড় দিলে দুই শিক্ষকের মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সোমবার দ্বিগত রাতে মাদ্রাসার একটি কক্ষে দুই শিক্ষক ঘুমিয়ে ছিলো। গভীর রাতে তাদের বিষাক্ত সাপে কামড় দিলে তাদের সহকর্মীরা স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গিয়ে বিষ নামানোর চেষ্টা করে পরে সকাল বেলা অবস্থার অবনতি হলে তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিয়ে যাওয়ার পথিমধ্যে মোঃ রাসেদুল ইসলামের মৃত্যু হয়। এবং মোঃ জোবায়ের হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে হস্তান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে তার মৃত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।