টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ব্রাক্ষ্মন শাসন ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৮অক্টোবর) বিকালে ব্রাক্ষ্মন শাসন ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ব্রাক্ষ্মন শাসন এ, ইউ,উচ্চ বিদ্যালয় মাঠে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্রাক্ষ্মন শাসন ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ইঞ্জিনিয়ার আনিছুর রহমানের সভাপতিত্বেঅভিষেক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দিগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন (ফনি), ব্রাহ্মণ শাসন বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ডাঃ এস, এম শহীদুল্লাহ প্রমুখ।
এসময় দিগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেস,সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লা-আল মামুন, আবু সাঈদ (ভিপি রুবেল) উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠান সঞ্চালনায় করেন: ব্রাহ্মণ শাসন ব্যবসায়ী সমবায় সমিতি লিঃএর সাধারণ সম্পাদক আক্তার হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।