বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে কমছে। এর সুফল পেতে শুরু করেছে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। গত কয়েক দিনে প্রতি লিটার ডিজেলে ২ থেকে ৫ টাকা লাভ হচ্ছে। সংস্থাটি সাম্প্রতিক তেল কেনাবেচার বিশ্নেষণ করে একটি প্রস্তাবনা প্রস্তুত করছে। শিগগির এটা জ্বালানি বিভাগে পাঠানো হবে।
বিপিসির প্রস্তাব বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে জ্বালানি তেলের দাম কমানো হবে কিনা। জ্বালানি বিভাগের তথ্যমতে, টানা প্রায় ৭ বছরে (২০১৪-এর জুন থেকে ২০২১ সালের জুন) ৪৩ হাজার ১৩৭ কোটি টাকা মুনাফা করেছে বিপিসি।
বিশ্ববাজারে দাম বাড়ায় সংস্থাটির দাবি অনুসারে চলতি বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত জ্বালানি তেল বেচে প্রায় ১ হাজার ১৪৭ কোটি টাকা লোকসান হয়েছে। ক্ষতি পোষাতে ৩ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক লাফে ১৫ টাকা বাড়ানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।