বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলার সংকট। বিক্রির চেয়ে কিনছে বেশি। তবে বিক্রি করার লোক নেই। আবার এতোদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি কেনাবেচা করছেন না।
ফলে ডলার এক প্রকার ‘উধাও’ হয়ে গেছে বাজার থেকে। বুধবার (১০ আগস্ট) খোলাবাজারে ডলার ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জের সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। বর্তমানে কার্ব মার্কেট বা খোলা বাজারে ডলার নগদ কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১১৮ থেকে ১১৯ টাকা।
খোলাবাজার থেকে এক ডলার বিক্রি হচ্ছে ১১৫ টাকা থেকে ১১৬ টাকা। যা গত সোমবারে ছিল ১১৪ থেকে ১১৫ টাকার মধ্যে। মতিঝিলের খুচরা ডলার ব্যবসায়ী আব্দুল কাইউম জানান, এখন খোলা বাজারে ডলারের চাহিদা অনেক বেশি, সরবরাহ কম। ফলে তীব্র সংকট চলছে। ডলার নেই তাই রেটও বলা যাচ্ছে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।