আরও তিনমাস বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন কমিশনের সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।

গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) তার মেয়াদ বৃদ্ধি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

তবে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অসুস্থতার কারনে তিন মাসের ছুটিতে অস্ট্রেলিয়াতে রয়েছেন।

সম্প্রতি এই ছুটি আরও তিন মাস বাড়ানোর আবেদন করেন তিনি। তাই তার আবেদন মঞ্জুর করে দিল আফরোজা বেগমের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বের মেয়াদ বৃদ্ধি করা হয়।