সেমিস্টার ফাইনাল পরীক্ষার উদ্দেশ্যে গত ১৮ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (১৩তম ব্যাচের) শিক্ষার্থী সাবরিনা আক্তার নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে সোনাইমুড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ (১৯ ডিসেম্বর ২০২১, রবিবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন আয়োজিত হয়।

উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ ইমদাদুল হক বলেন- সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ব্যাপকহারে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হলো অসতর্কতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানো। গত ১৮ ডিসেম্বর বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য আমাদের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীর ( সাবরিনা) অকাল মৃত্যু ঘটে। জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ বিচারের দাবি ও নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন।

ট্রেজারার অধ্যাপক ডঃ কামাল উদ্দিন আহমেদ বলেন- সাবরিনার অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শোকাহত। সাবরিনের মৃত্যুতে দায়ী ব্যক্তিদের অতিশীঘ্রই আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের।

মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, পরিচালক (ছাত্র-কল্যাণ). প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স প্রতিনিধি ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।