রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাব আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (আরইউডিএফ)। রানার্স আপ হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (জেইউডিও)।
শনিবার (৪ জুন) রাজশাহী কলেজে দুইদিনব্যাপী এই বিতর্ক অনুষ্ঠানের ফাইনাল অনুষ্ঠিত হয়।
এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল খালেক এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর সভাপতি একেএম শোয়েব।
এর আগে শুক্রবার (৩ জুন) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শাহ্ আজম শান্তনু এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। আন্তঃবিশ্ববিদ্যালয় এই বিতর্ক প্রতিযোগিতায় দেশসেরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ টি দল অংশগ্রহণ করে।
আয়োজক সূত্রে জানা যায়, ফাইনালে ‘পথ হারাবে না বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সরকারি দল হিসেবে আরইউডিএফ প্রতিযোগিতায় বিজয় লাভ করে। আরইউডিএফ এর পক্ষে প্রতিযোগিতায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আব্দুল বারী, অনাবিল চাকমা এবং রিফাত হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।