আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রামে বৃত্তির ঘোষণা দেয়া হয়েছে। এক বছরমেয়াদি এই প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব শিকাগোতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন।
আগ্রহীরা শিক্ষার্থীরা আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম শিক্ষার্থীদের জটিল বৈশ্বিক সমস্যার উদ্ভাবনী সমাধান চিহ্নিত করতে এবং মূল্যবোধভিত্তিক নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনকে উন্নীত করার জন্য দক্ষতা ও ক্ষমতায়ন করতে সহযোগিতা করবে। ওবামা ফাউন্ডেশন পুরো শিক্ষাবর্ষে নেতৃত্বের বিকাশ, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রম শক্তিশালী করতে নির্দিষ্ট পাঠ্যক্রমে পাঠদান করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে কাজের ক্ষেত্র প্রসারিত করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
◾কলম্বিয়া ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামের আওতায় পড়াশোনার জন্য—
◾নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। যারা ইতিমধ্যে নিজ দেশে অর্থপূর্ণ অবদান রেখেছেন।
◾বয়স ২৬ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
◾নিজ সম্প্রদায় বা দেশে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতি থাকতে হবে। প্রোগ্রাম শেষে নিজ দেশে ফিরে গিয়ে উন্নত প্রশিক্ষণ ও দক্ষতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি কাজ করার মানসিকতা থাকতে হবে।
◾ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
◾ইতিবাচকভাবে নিজ সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠন করার ক্ষমতা এবং প্রবণতা থাকতে হবে।
◾ইংরেজি ভাষা দক্ষতার স্কোর থাকতে হবে। এর মধ্যে গত পাঁচ বছরে টোফেল (আইবিটি) স্কোর ১০০, টোফেল (পিবিটি) স্কোর ৬০০, আইইএলটিএস ৭.০, পিটিই একাডেমিক ৬৮ ও ডিইটিতে ১২০ স্কোর থাকতে হবে।
সুযোগ-সুবিধা
এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার মতো মাসিক ভাতা, স্টুডিও অ্যাপার্টমেন্ট, টিউটশন ফি দেওয়া হবে। এ ছাড়া নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াতে বিমান ভাড়াসহ স্বাস্থ্য ও জীবনবিমার সুযোগ আছে।
প্রয়োজনীয় কাগজপত্র
◾সিভি
◾ভিডিও স্টেটমেন্ট
◾সংক্ষিপ্ত নিবন্ধ
◾ইংরেজি ভাষা দক্ষতার সনদ
◾লেটার অব রেকমেন্ডেশন (দুটি)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওবামা ফাউন্ডেশনের ওয়েবসাইটে বা ওয়ার্ল্ড প্রজেক্টের ওয়েবসাইটের এই লিংকে প্রোগ্রাম–সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে। এরপর একই লিংকের নিচে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ জানুয়ারি ২০২৩।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।