রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ, প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল উপহার দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শুক্রবার (১০ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. ফুল মিয়া ফারহান।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ মো. আসলাম হোসেন সওদাগর।

আসলাম হোসেন সওদাগর বলেন, আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সে উদ্যোগের মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বেড়ে উঠবে। অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের কুড়িগ্রামের শিক্ষার্থীরা রাবিতে ভর্তির সুযোগ বেশি পেয়েছে। আমরা আশা করছি ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সকল নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের ভবিষ্যত আরো উজ্জ্বল হোক পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীরা জীবনে ভালো কিছু করুক।

অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন রাকসুর সাবেক এজিএস ও সিনেট সদস্য এডভোকেট এস. এম আব্রাহাম লিংকন। তিনি বলেন, কুড়িগ্রাম মঙ্গা এলাকা নামে পরিচিত থাকলেও আগের মত আর মঙ্গা নেই। এক সময় ৯০ শতাংশ মানুষের পায়ে জুতা ছিলো না। এখন শতভাগ মানুষ পায়ে জুতা পরে। আমাদের সময় এত সুযোগ সুবিধা ছিলো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাড়ার সুবাদে আমি জীবনে প্রথম প্যান্ট পরি। সেই তুলনায় বর্তমান শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। আমি মনে করি, এসব কাজে লাগিয়ে কুড়িগ্রাম অঞ্চলের ছাত্র ছাত্রীরা পরবর্তী সময়ের জন্য সুফল বয়ে আনবে।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকার ও কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি এস. এম আতাউর রহমান বলেন, কুড়িগ্রামের ছেলে মেয়েরা এখন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয়, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে। তারা বিভিন্ন রকম সামাজিক কাজ করছে। সামনের দিনে অনগ্রসর কুড়িগ্রামে তারা শিক্ষার আলো ছড়িয়ে দেবে। আমি মনে করি এই সংগঠনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করবে।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিখনের সঞ্চালনায় সন্মানিত বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব রানা ও নাগেশ্বরী উপজেলার চেয়ারম্যান মোস্তফা জামান।

সন্মানিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাহানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম মোখলেসুর রহমান মিলন। আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্জেন্ট সাদ্দাম হোসেন টিপু ও কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি হুমায়ুন কবীর।

নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় করেন জেলা সমিতির সাবেক সভাপতি তাওহিদুল ইসলাম দূর্জয়। এসময় বিশ্ববিদ্যালয়ের অতিথি সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।