কুবি প্রতিনিধিঃ  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব’ এর নবীন সদস্যদের বরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ই আগস্ট) বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান। গেষ্ট স্পিকার এবং দক্ষতা উন্নয়ন
সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ-তে অধ্যয়নরত এবং ইউনিয়ন ব্যাংক
লিমিটেড এর কর্মকর্তা আল ইমরান।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ক্যারিয়ার গঠনে সর্ব প্রথম তার কর্মের প্রতি গভীরভাবে মনোনিবেশ করতে হবে একই সাথে প্রয়োজনীয় দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। ক্যারিয়ার গঠন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সুতরাং কোন চাকুরি গ্রহণের পূর্বে চাকুরিটি তার স্বপ্নের ক্যারিয়ার উন্নত করতে সহায়ক হবে কিনা তা বিবেচনায় নিতে হবে। ক্যারিয়ারের জন্য একজন কর্মীকে নিবেদিত প্রাণ হতে হয় এবং এর জন্য কিছু গুণাবলী অর্জন করতে হয়। সেই গুণাবলীকে উন্নত করার জন্য চেষ্টা করতে হয়। তবে কোন কাজই ছোট নয়, আমাদের সমাজে সকল ধরণের কাজই প্রয়োজন রয়েছে।
আয়োজিত কর্মশালা নিয়ে ক্লাবের সভাপতি কাউসার আহমেদ বাঁধন বলেন, ‘ যেহেতু আমরা ক্যারিয়ার ভিত্তিক সংগঠন নিয়ে কাজ করছি সেহেতু এ ধরণের কর্মশালা নবীনদের জন্য আবশ্যিক একটি শিক্ষণ বলেই আমার মনে হয়েছে। এ কারণেই এই কর্মশালার আয়োজন। আমি আশাবাদী এই ক্লাবের হাত ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যারিয়ার গঠনের নতুন দিক উন্মোচিত করতে পারবে। শিক্ষার্থীদের ক্যারিয়ার দিক নির্দেশনা ও প্রশিক্ষণে এই সংগঠন কাজ করতে প্রতিজ্ঞাবধ্য।’