রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই এসোসিয়েশন গঠন হওয়ায় রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে অধ্যক্ষকে অভিনন্দন ও ফুলেল শুভেচছা প্রদান করা হয়েছে।

২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে অধ্যক্ষকে অভিনন্দন ও ফুলেল শুভেচছা প্রদান করা হয়।

অভিনন্দন ও ফুলেল শুভেচছা প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য (সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত) ইঞ্জি মো:আরিফুজ্জামান, মো: তায়েব মুকুল, শামসুল আলম সোহেল, নুরুল হক নুর, মো: রেজুয়েন মিস্টি, মো: হেলালুজ্জামান রুপম, মো:ববিন, মো: মৃদুল প্রমুখ।

এসময় ফোরামের নেতৃবৃন্দ অধ্যাক্ষ মহোদয়ের সাথে সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট (RPI) অ্যালামনাই এসোসিয়েশনের সকল কার্যক্রমে আরপিএসএফ এর পুর্নাঙ্গ সহযোগিতা থাকবে বলেও জানান নেতৃবৃন্দ।