মধু বন
মোঃ নিজাম উদ্দিন
ফুলের পাপড়ি তুমি,
তুমি মধু বন
তোমার জন্য রেখেছি,
আমি শ্রদ্ধার আসন।
ভ্রমরের মত আমি মধু খুজি না,
মালি হয়ে যত্ন করি ফুলের বাগিচা।
ঝড়া ফুল ঝেড়ে ফেলি,
নব কলিতে ঢালি।
ফুলের পূজারি আমি,
ফুল ছিরিলে ফেলি অশ্রু জল।
দোল খাওয়া ফুল বাগিচা,
দেখি নয়ন ভরে।
বাতাসে ফুলের গন্ধ
প্রান যে আকুল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।