বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা (ইবি) ছাত্রদল। সোমবার (০২ জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন থানা গেট এলাকা থেকে র্যালিটি শুরু হয়। কুষ্টিয়া-খুলনা মহাসড়ক পদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে এসে শেষ হয়।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ। আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, সাব্বির হোসেন, রাফসানজানি, তরীকুল ইসলাম সৌরভ, আবু সাঈদ রনি, স্বাক্ষর, মামুন, পূলকসহ অন্যান্য নেতা ও কর্মীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।