করোনায় স্বাস্থ্যবিধি সিথিলের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে দেড় মাস হয়েছে, তবে পূর্ণাঙ্গ পাঠদান কার্যক্রম এখনো চালু করা সম্ভব হয়নি।

নিয়মিত শ্রেণি পাঠদানকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে টিকা চালু করার কথা থাকলেও তা শুরু করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছ থেকে স্কুল-কলেজের ১২-১৭ বছরের শিক্ষার্থীদের নিবন্ধন তথ্য পেলে নভেম্বরের শুরুতে ভ্যাক্সিন কার্যক্রম শুরু করতে চায় স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়েছে অনেক আগেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতিতে বাংলাদেশেও গেল ১৪ অক্টোবর প্রাথমিকভাবে ১১২ শিক্ষার্থীকে ফাইজারের ভ্যাক্সিন দেওয়া হয়।

প্রায় দেড় বছর পর গেল ১২ সেপ্টেম্বর অল্প পরিসরে স্কুল-কলেজ খুলে দিলেও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক এখনো কাটেনি। তারা চান দ্রুত সময়ের মধ্যে ভ্যাক্সিন কার্যক্রম শুরু হোক।