দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী লাক্স তারকা শানারেই দেবী শানু। এক যুগেরও বেশি সময় ধরে শানু অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। মঞ্চ ও টিভিতে অসংখ্য কাজ করেছেন তিনি। পাশাপাশি লেখালেখিতে যুক্ত আছেন শানু।
ইতিমধ্যে লেখা বেশ কয়েকটি বই-ও প্রকাশিত হয়েছে। এবার দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের জন্য লিখলেন গান।
‘শুন্য হৃদয়’ শিরোনামের গানটির সুর-সংগীত-কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। গতকাল শুক্রবার (৫ নভেম্বর) রাত ৮ টায় হৃদয় খানের নিজের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে শানু জানান, গানটির জন্য এক অদ্ভুত ভালোলাগা মিশে আছে। শ্রোতাদের ভালো লাগবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।