দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় সেতুপতি হামলার শিকার হয়েছেন। বেঙ্গালুরু বিমানবন্দরে রহস্যময় এক ব্যক্তি হামলা করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ক্লিপস।

ভারতের বার্তা সংস্থা আইএএনএসের বরাতে এ হামলার খবর প্রকাশ করেছে ইন্ডিয়া ডটকম। গণমাধ্যমটি জানায়, অভিনেতা জানেয়েছেন ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার। বেঙ্গালুরু বিমানবন্দরে এটি ঘটেছে।

বিজয় হেঁটে যাচ্ছিল, সঙ্গে তাঁর লোকজন ও নিরাপত্তাকর্মীরাও ছিল কিন্তু আক্রমণকারী দৌঁড়ে এসে বিজয় সেতুপতির পেছনে লাথি মারে। বিজয় বিষয়টিতে হতবাক হয়ে যান। তাকে কেউ এভাবে লাথি মারতে পারে তিনি কল্পনাও করতে পারেননি হয়তো।

তবে সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশ ঘটনাটি সামলে নেয় এবং বিজয় সেতুপতিকে নিরাপত্তা দেয়। যা হোক, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি সুপারস্টার বিজয় সেতুপাতি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বিজয় সেতুপতি সিনেমার শুটিংয়ের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন বলে জানিয়েছেন।