

অনেকটা চুপিসারে বিয়ে করলেন এক সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। শুক্রবার (২৭ মে) বিয়ের পিঁড়িতে বসেন তিনি।
জানা যায়,নীলফামারী শহরের বাবুপাড়ায় পারিবারিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্র আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা।
বিবাহ বন্ধনে তার আত্মীয়স্বজনও উপস্থিত ছিলেন বলে জানা যায়। তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।