

বাগদানের তিন বছরের মাথায় সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। চলতি মাসের প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি অনুরোধ করেন, তারা যেন এই কঠিন সময়ে তার জন্য দোয়া ও আশীর্বাদ করেন।
তবে এরই মধ্যে এই কঠিন সময় কাটিয়ে উঠেছেন নায়িকা। জানালেন বিচ্ছেদের পর, ‘ভালো আছেন’ তিনি।
ভীষণ ব্যস্ততায় সময় কাটছে ফারিয়ার। ঢাকা টু কলকাতা ছোটাছুটির মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন।
সেখানেই সংবাদমাধ্যমকে ফারিয়া জানান, গত একমাসে পাঁচটি গানের শুটিং করেছেন। বাংলাদেশে অনম বিশ্বাসের পরিচালনায় ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং করেছেন। এর মধ্যে কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং করেছেন।
এদিকে টালিউডের রাজ চক্রবর্তীর ‘প্রলয়’ সিনেমার সিক্যুয়াল ‘আবার প্রলয়’ সিনেমাতে একটি গানে অতিথি চরিত্রে কাজ করেছেন। এইসব ব্যস্ততায় ভীষণ খুশি বলে জানান ফারিয়া।
এরই মাঝে বিচ্ছেদের কারণ নিয়ে এক প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‘আসলে আমি আমার ফ্যানদের বিষয়টি জানিয়েছি। আমার জানানো উচিত ছিল তাই জানিয়েছি। এটাই যথেষ্ট। এখন আমি অনেক ভালো আছি।’
তিনি বলেন, ‘এত ভালো আছি যে আমাকে যদি কেউ বলে নুসরাত ফারিয়া হতে চাও নাকি অন্যকিছু হতে চাও? আমি বলব, যতবার জন্মাবো এই নুসরাত ফারিয়া হয়েই জন্মাতে চাই। আমি যে এখন ভালো আছি এতটুকুই উত্তরে নিশ্চয়ই স্পষ্ট।’

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।