

বিনোদন প্রতিবেদক: ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে এশিয়া দেশগুলো নিয়ে লাইফস্টাইল ভিত্তিক সবচেয়ে বড় পুরস্কার আসর ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’। এই আসরে এশিয়া বিভিন্ন দেশের নামি-দামি প্রতিষ্ঠানের চেয়ারম্যান’রা মনোনয়ন পেয়েছিলেন।
এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ‘এশিয়ান এক্সিডেন্ট অ্যাওয়ার্ড ২০২২’ এ বেস্ট উইমেন লিডারশিপ ক্যাটাগরিতে ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ পুরস্কৃত হয়েছেন মারিয়া মৃত্তিক। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। তিনি তাঁর হাতে পুরস্কার তুলে দেন। অ্যাওয়ার্ড নিয়ে মারিয়া বলেন, এটি আমার জন্য অনেক গর্বের। বাংলাদেশের একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে বিদেশের মাটিতে এমন পুরস্কার অর্জনে আমি সত্যিই আনন্দিত।
আর মাধুরী দীক্ষিত শুধু ভারতের একজন নামী তারকা অভিনেত্রী না।তিনি ওয়ার্ল্ড-ওয়াইড বিখ্যাত একজন তারকা।তাঁর মতো মানুষের হাত থেকে এমন পুরস্কার গ্রহণ করার সত্যি অনেক আনন্দের। আমি অনুষ্ঠান আয়োজকদেরও ধন্যবাদ জানাচ্ছি। ভারতের মুম্বাইয়ে একটি পাঁচতারকা হোটেলে পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
প্রসঙ্গত, উইমেন লিডারশিপ করপোরেশন (WLC) – এর প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক ১০টি ব্র্যাণ্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিনিকেয়ার বাংলাদেশ, স্কেচ জুয়েলারি, পিউরিটি দ্য হিজাব স্টোর, টপফেস কসমেটিক বাংলাদেশ ইত্যাদি।সর্বশেষ মারিয়ার দ্য ম্যাজেস্টিক অ্যাফেয়ার অনুষ্ঠানে ১০০ উদ্দ্যোক্তা অংশগ্রহণ করেন, ইন্টারন্যাশনাল মেক আপ আর্টিস্ট হিসেবে আমেরিকা সহ দেশের বিভিন্ন স্থানে মাস্টার ক্লাস নেন ।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।