বেশ কিছুদিন আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাকিবে বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পর মাহির জন্মদিনে প্রকাশ্যে চুম্বন, মক্কার মরুভূমিতে তাদের রোমান্স করতে দেখা গেছে। এসবই রাকিবের ভালোবাসার বহিঃপ্রকাশ। এবার রাকিবকে দায়িত্বশীল ভূমিকায় দেখা গেল। খবরে প্রকাশ মাহি অসুস্থ হয়ে শয্যাশায়ী। এ দুঃসময়ে পাশে রয়েছেন রাকিব।

স্ত্রীর যত্ন নিচ্ছেন তিনি। সুস্থতার জন্য করছেন প্রার্থনা। মাহির ফেইসবুক ফলো করলে এসব কথার প্রমাণ মেলে। নতুন বছরে চারটি ছবি পোস্ট করে মাহি। সেখানে দেখা যায়, শয্যাশায়ী মাহির হাতে ক্যানোলা পরানো।

পাশেই নামাজ পড়ছেন রাকিব। আরেকটি ছবিতে মাহির হাতে ফুল দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। কমেন্ট বক্সে মাহির সুস্থতা কামনা করেছেন অসংখ্য ভক্ত। মাহিয়া মাহি সম্প্রতি এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন।

তবে মাহির অসুস্থতার কারণ জানা যায়নি। ফোন করেও পাওয়া যাচ্ছে না এই নায়িকাকে। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু মাহির। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এই নায়িকা।