সংবাদমাধ্যমে নিজ সন্তানদের ছবি না ছাপাতে অনুরোধ জানিয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। সন্তানদের নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমের প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি।
ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি একজন আইনজীবীও মানবাধিকারকর্মী। পেশাগত কারণে তাকে যেহেতু অনেক অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াতে হয়, তাই সন্তানদের মুখ গণমাধ্যমে এলে তাদের বিপদে পড়ার ঝুঁকি তৈরি হয় বলে মনে করেন এই তারকা।
২০১৭ সালে ক্লুনি দম্পতির দুটি জমজ সন্তানের জন্ম হয়। তাদের নিয়ে ভ্যারাইটি সাময়িকীতে লেখা খোলা চিঠিতে ক্লুনি লিখেছেন, “আমার স্ত্রীর কাজটাই এমন যে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেতাকে দাঁড়াতে হয়।
পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরাসতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি। এখন যদি মিডিয়ায় তাদের মুখ ছাপিয়ে দেওয়া হয়, তবে আমরাতাদের রক্ষা করতে পারব না। আমি আশা করব, আপনারা এটা অন্তত মানবেন যে, এই নিষ্পাপ শিশুদের বিপদ থেকে রক্ষার চেয়ে আপনাদের বিজ্ঞাপন বিক্রি বড় হতে পারে না।”
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।