‘বাহুবলী’খ্যাত ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাসের এক নতুন লুক ভাইরাল হয়েছে, যা দেখে ভক্ত-অনুরাগীদের অনেকেই হতাশ হয়েছেন। অনেকের প্রশ্ন— এ কোন প্রভাস? সিক্স প্যাকের পেটানো শরীর ভারতের নেটিজেনদের একাংশ ছবিটি নিয়ে ট্রলে মেতেছেন। ছবিতে বোঝা যাচ্ছে, মেদ জমাট বেঁধেছে শরীরে। ওজনও যে বেড়েছে তা অনেক নিশ্চিত। চওড়া গোঁফ রেখেছেন। মেকআপ না করা প্রভাসের এমন ছবি দেখে হতাশ অনেকেই।
‘বাহুবলী’ তারকার এই রূপ তো আগে কেউ দেখেননি! বোঝাই যাচ্ছে— অনেক দিন জিমে যাননি প্রভাস। ব্যায়াম থেকে দূরে রয়েছেন। ভারতীয়দের অনেকে প্রভাসের এই ছবি দেখে তাকে ‘আঙ্কেল’ বলছে, এমনকি ‘দুধওয়ালা’ও বলে ট্রল করছেন তাকে। অনেকে বিস্ময় নিয়ে প্রশ্ন করেছেন— ‘এ কোন প্রভাস?’ আরেকজনের মন্তব্য— ‘তুমি নিজেই “বড়া পাও” হয়ে গেছ প্রভাস।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।